সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার চিওড়া ইউনিয়নের কাজী বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তফা জামাল হায়দার। এর আগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ কাজী জাফর আহমেদ এর কবর জিয়ারত করেন।

এ সময় দোয়া-মুনাজাত পরিচালনা করেন চিওড়া কাজী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার। পরে কাঙালি ভোজে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান সহ স্থানীয় জনতা। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মো: নাহিদ।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব কাজী মো: নজরুল, ফেনী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সমীর বাবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুব সংহতি নেতা এডভোকেট খোরশেদ আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ঢাকা রেলওয়ে শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুলাহ চৌধুরী পাশার সভাপিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদ এর সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জকি, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নূর হোসেন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুব সংহতির নেতা কাজী মোস্তাফিজুর রহমান ছুট্টু, উপজেলা ছাত্র সমাজের নেতা কাজী রাসুল ইসলাম। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *