চৌদ্দগ্রামে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ নভেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সাধারণ সম্পাদক, সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

উপজেলা সমবায় কর্মকর্তা ইউসুফ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা ভ. ম. আফতাবুল ইসলাম, আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শাহজালাল মজুমদার, জিএম জাহিদ হোসেন টিপু, কাজী জাফর আহম্মদ, মো. মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, একরামুল হক, জাফর ইকবাল, উপজেলা সমবায় সমিতির সভাপতি প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমুখ।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী চৌদ্দগ্রাম উপজেলা চত্তরের বিভিন্ন স্থান প্রদক্ষীণ করে। র‌্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা মৎস উন্নয়ন প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরে নিবন্ধিত ৩০জন জেলের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ ছাগল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আব্দুস সাত্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *