কোডেক এর উদ্যোগ ব্যাগ পেয়ে আনন্দে আত্বহারা ১৭২ জন শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২১ মার্চ, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আমরা ব্যাগ পাইয়া আমরা অনেক খুশি, এখন ধরি প্রতিদন স্কুলে আসুম, দুর থেকে বই নিয়ে স্কুলে আসা খুব কষ্ট হতো। এখন আমার এবং আমার সহপাঠিদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। ব্যাগ পেয়ে এমনি আবেগাপ্লুত ভাবে বলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিন চরকাজী মোখলেছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী তাফিয়াতুল তাজবি। আজ (২১ মার্চ) দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সহযোগিতায় ব্যাগ পেয়ে আনন্দে আত্বহারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

এদিন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যেগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ জয়তুন নেছার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাহের, কোডেক নোয়াখালীর আ লিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম, এলাকা ব্যবস্থাপক আলমগীর হোসেন, কোডেক চরজব্বর শাখার ব্যবস্থাপক আবদুল আলী, কোডেক আনছার মিয়ার হাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

ব্যাগ পেয়ে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান বলে, বাবাকে বহুবার বলেছি ব্যাগ কিনে দিতে, এখনো দেয় নি, কখন কিনে দিতে পারবেন সেটাও ছিলো অনিশ্চিত। এখন ব্যাগ পেয়ে খুবই ভালো লাগছে, সেই সঙ্গে আমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আগ্রহ আরো বেড়েছে।

৫ম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা সুলতানা লিজা বলে, আমাদের আগে ব্যাগ ছিল না। স্কুলে আসার পথে বৃষ্টিতে বই-খাতা সব ভিজে যেত। এ ব্যাগ পেয়ে আমরা খুব আনন্দিত। এখন আর আমার বই-খাতা ভিজে যাওয়ার সুযোগ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তুন নেছা বলেন প্রত্যন্ত অ ল হওয়ায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ দরিদ্র পরিবারের। অনেক শিক্ষার্থীর অভিভাবক দিনমজুরিসহ বিভিন্ন কাজ করে পরিবারের ভরনপোষণ ও পড়ালেখার খরচ চালায়। ছেলে মেয়েরা বাবার কাছে ব্যাগ কিনে দেয়ার বায়না ধরলেও তাদের ব্যাগ কিনে দেয়ার সামর্থ ছিলো না। “কোডেক” এর দেওয়া ব্যাগে ছাত্রছাত্রীদের সেই বায়না পুরন হয়েছে। আশা করি উন্নত মানের স্কুল ব্যাগ পেয়ে তাদের পড়ালেখার প্রতি আগ্রহ আরো বাড়বে।

কোডেক নোয়াখালীর আ লিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম বলেন, আমরা খবর নিয়ে জেনেছি এই বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের ব্যাগ নেই। তাই আমরা কোডেক এর পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিয়েছি। ব্যাগ পেয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, সমাজে সকলের আর্থিক অবস্থা এক রকম না। তাই আমরা চাই সব শিশুরা যেন আনন্দের সাথে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে। তাই কোডেক এর এই মহতী আয়োজনে তাদের ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *