ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনা ও পানিতে পড়ে মৃত্যু রোধে কর্মশালা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জমান, ১৪ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সড়ক দূর্ঘটনা ও পানিতে পড়ে মৃত্যুর হার রোধে জনসচেতনতা মূলক একদিনের কর্মশালা রোববার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন অফিস বাস্তবায়ন ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, মসজিদের ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।

কর্মশালর বিষয় বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোঃ আশরাফ আহম্মেদ চৌধুরী ও জেলা স্বাস্থ্য বিভাগের শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ইউসুফ। কর্মশালায় আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, সাংবাদিক নুরুন্নবী নোমান, আবুহেনা মোস্তফা কামাল, প্রবীর চক্রবর্ত্তী, জনপ্রতিনিধিদের মধ্যে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, কাউন্সিলর জাহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাও. ইউনুছ এবং আরএমও ডাঃ কামরুল ইসলাম ও ডাঃ সুব্রত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *