কবিতা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ১৩ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) :

      কবিতা
                      শোক
            জলি ফাতেমা রোখসানা
——————————————–
১৯৭৫ সালের ১৫ই আগষ্টে,
সেই ভয়াল মধ্য কালো রজনী।
তোমার উপর ঝাঁপিয়ে পড়ে ঘাতক সেনাবিহিনী।
১৯৭৫ সালের ১৫ই আগষ্টের রাতে।
তোমার রক্ত – বংশকে হত্যা করে নির্বিচারে।
বঙ্গবন্ধুকে হত্যা করে ভূল প্রমানিত হল তাদের ধারনা।
শোককে শক্তিশালী করে বাঙালীর হৃদয়ে জেগে ওঠে চেতনা।
সেই থেকে বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা যুদ্ধের প্রতীক।
প্রতিটি বাংলার ঘরে ঘরে তোমার নামে জ্বালায় প্রদ্বীপ।
ঘাতকেরা স্বপরিবারে করলো তোমাদের হত্যা।
ছোট শিশু রাসেলকেও দিলো না তারা রক্ষা।
বুকের তাজা রক্ত ঢেলে রচনা করে গেলে বাংলার ইতিহাস।
ভেসে গেল জাতি শোক-সাগরে, একি নিয়তির নির্মম পরিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *