রাজারহাটে যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২১ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রবিবার রাতে ১২ঃ০১ মিনিটে প্রথম প্রহরে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম প্রথমে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুলের বেদি দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন।
এরপর বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার পক্ষে সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজগার আলি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ বাদশা মিয়া, নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী সরকার, উমরমজিদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম তালুকদার ময়নাল, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া, রাজারহাট প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ, মোবাশ্বের আলম লিটন, শাহাদাত হোসেন আলাল, আরিফুল ইসলাম, আব্দুল মালেক ও রেজাউল করিম, মামুন চৌধুরি, সহ অন্যান্য সদস্যবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও জাতীয় পার্টি, বিএনপি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *