রাজারহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২২ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাটে ২২সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, কৃষি কর্মকর্তা সম্পা আকতার, মোঃ রেজাউল করিম খান জেলা ব্র্যাক (BDC), জেলা ব্যবস্থাপক মোঃ মাজেদুল হক সরকার (সেলপ্) কুড়িগ্রাম। সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা করেন মোঃ আনোয়ার হোসেন এসোসিয়েট অফিসার সেলপ্ ব্র্যাক রাজারহাটসহ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকলে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করা বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *