বেসরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠায় দক্ষতা বিষয়ক প্রশিক্ষন ও পুরুস্কার বিতরন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৪ জানুয়ারি ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বেসরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক  প্রশিক্ষণ কোর্স’ ২০১৯-২০, অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর  জাতীয় গ্রন্থ কেন্দ্রে সভা কক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক জনাব মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ২০১৯-২০, কোর্স’ শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ নিজাম উদ্দীন উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে সার্বিক মূল্যায়নে ১ম স্থান অধিকারী সাতক্ষীরার শেখ সামছুর রহমান পাবলিক লাইব্রেরী কুমিরা, তালা, সাতক্ষীরা।

প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, ও পি, কে ইউনিয়ন পাবলিক লাইব্রেরী সাতক্ষীরা এর সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আলমগীর আশরাফ এর হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন । সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর, প্রমুখ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *