ফরিদগঞ্জে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ফরিদগঞ্জে সদ্য সমাপ্ত ১৩টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি সদস্যদের শপথবাক্য পাঠ করান।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরু পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে নব-নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়নের নির্বাচনে সরকার প্রমান করেছেন নির্বাচন কমিশন ও সরকারের কর্মকর্তাসহ নির্বাচনী প্রক্রিয়ায় যারা অন্তভূর্ক্ত ছিলেন তারা দেশ ও মানুষের কথা ভাবেন। আর যারা নির্বাচিত হয়েছেন তারা সরকারের হয়ে উপজেলায় প্রতিনিধিত্ব করবেন। সরকারের এবং জাতির পিতার সোনার বাংলা গড়তে সকলকে একমতে সততার সাথে কাজ করতে হবে।

বক্তব্য শেষে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি। এসময় ১৩ টি ইউনিয়নে সাধারন সদস্য ১১৭ জন ও সংরক্ষিত আসনে ৩৯ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল-মামুন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, নব-নির্বাচিত চেয়ারম্যানগনসহ ১৩ টি ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *