পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

ঢাকা, ২৫ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন । ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইজিপি এ কে এম শহীদুল হক আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার পর, তার স্থলাভিষিক্ত হবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

নতুন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, বিসিএস সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বর্তমানে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত। তার চাকরির মেয়াদ ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের অধিকারী কর্মকর্তা হিসেবে পরিচিত।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রজ্ঞাপন জারির পরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *