নোয়াখালীতে ই-ট্র্র্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৫ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে আধুনিক পজ মেশিনের মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন করা হয়। শনিবার সকালে বেগমগঞ্জের চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম- লক্ষীপুর মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খালেদ ইবনে মালেক, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ সার্কেল শাহ ইমরান, জেলা ট্র্র্রাফিক ইন্সপেক্টর বকতিয়ার উদ্দিন, চৌমুহনী ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্ধ–।

ডিআইজি আনোয়ার হোসেন জানান, ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগপোযোগী করতে দ্রুত সেবা প্রদানের জন্য ই-প্রসিকিউশন এর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমাদানসহ কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিস্পত্তি করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *