নীলফামারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নীলফামারী প্রতিনিধি, মোঃ সাইখুল ইসলাম সাগর, ১২ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) পঞ্চগড় সীমান্ত হতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

সুত্র মতে, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৭৪/৪৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও উক্ত স্থান হতে ৯৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৯৩,৪০০/- টাকা।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬) বিজিবি অধিনায়ক মোঃ মামুনুল হক বলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ নীলফামারী এবং পঞ্চগড় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে পূর্ব থেকেই সার্বক্ষণিক নিচ্ছিদ্র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা চলমান থাকায় এ ধরণের সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে।

তাছাড়া স্থানীয় সীমান্তবর্তী জনগণের মাদক বিরোধী অভিযানে সহযোগিতা অনস্বীকার্য। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগনের সহযোগিতায় এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *