চৌদ্দগ্রাম ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে আহত-৫০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : তীব্র ভূমি কম্পে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামও কেপে উঠে। এ সময় উপজেলার ছুপুয়া আমির শার্টস নামক গার্মেন্টসে শ্রমিকরা আতঙ্কিত হুড়াহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯.৩৫ মিনিটের সময় ভূমি কম্পে কেপে উঠলে আমির শার্টস গার্মেন্টেসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে গার্মেন্টসটি ধ্বসে পড়েছে। এতে অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দিদারুল আলম বলেন, ‘ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘এই পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৫ জন শ্রমীককে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তার মধ্যে গুরুতর ৩ জন শ্রমীককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টেসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আহতদের উদ্ধার সংখ্যা বলা যাবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *