চৌদ্দগ্রাম বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ মার্চ, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম রবিবার (১৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.বি.এম .এ বাহার। চৌদ্দগ্রাম এইচ.যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুপম শেন গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবলিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেফাউল আলম প্রমুখ।

এতে চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষীকাবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে চৌদ্দগ্রাম উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অতিথীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *