চৌদ্দগ্রাম অভিবাসী দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন।

চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নোমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম ফিল্ড অর্গানাইজার মো: জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, কোষাধ্যক্ষ ডা. শাহিন আলম, দপ্তর সম্পাদক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য বেলায়েত হোসেন তনু, আব্দুল্লাহ্ আল মামুন, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *