চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১০ ডিসেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তি যোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিআরডি সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আরিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শুব্রত রায়, মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল হাসেম। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *