চৌদ্দগ্রামে বঙ্গমাথার ৯২তম জন্ম বার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ আগস্ট, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে সোমবার (৮ই আগষ্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার, উপজেলা সহকারী কশিনার (ভূমি) তমালিকা পাল, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, কৃষি অফিসার নাছির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আক্তার, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, চৌদ্দগ্রাম এইচ জে সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত প্রমুখ। আলোচনা শেষে উপজেলা মহিলা অধিদপ্তরের অধীনে প্রশিক্ষিত ৭ জন মহিলাকে অতিথিবৃন্দ সেলাই মেশিন বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *