চৌদ্দগ্রামে পানসি রেষ্টুরেন্টে হামলা, আটক-৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৯ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আমজাদের বাজার এলাকায় পানসি রেষ্টুরেন্টে খাবার খেতে গিয়ে বাকবিতন্ডার জের ধরে হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার দেলোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার রাতে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো; চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের আবদুল করিমের ছেলে সাইদুল হক, চিওড়া গ্রামের রুস্তম আলীর ছেলে নিজাম বাঙালী, কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল করিমের ছেলে আকবর হোসেন, ফেনীর দাগনভুঁইয়া উপজেলার নন্দিনীগাঁও গ্রামের আহসান উল্যাহর ছেলে মফিজুল ইসলাম কাবুল ও সোনাগাজীর চারাকান্দিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন রাকিব। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, শুক্রবার দুপুরে ভিপি নূরের সমর্থিত যুব অধিকার পরিষদের নিজাম বাঙালীর নেতৃত্বে কয়েকজন ওই হোটেলে খাওয়ার জন্য প্রবেশ করে। করোনাকালিন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা হোটেলে ভাংচুর চালায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *