কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ডা. প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২০ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নতুন সংসদ সদস্য হিসেবে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-৭ আসনে তিন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রতীক বরাদ্দের পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, আমাদের সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিন বৈধ প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৭ অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। যেহেতু রবিবার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, সেহেতু, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ২৫৫নং কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে অংশ নিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর শেষ দিন পর্যন্ত ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজন দলীয় প্রার্থী এবং অপরজন স্বতন্ত্র। যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনজন বৈধ প্রার্থী মাঠে ছিল।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম ও ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে একক প্রার্থী হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *