সাতক্ষীরায় প্রথম করোনা ধরা পড়লো এক মেডিকেল টেকনোশিয়ানের, জেলা জুড়ে আতঙ্ক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ২৬ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরায় এই প্রথম মাহমুদুর রহমান সুমন (৩২) নামের এক মেডিকেল টেকনোশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ তার আশপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং টানানো হয়েছে লাল পতাকা বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
তিনি আরো জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।

আক্রান্ত মাহমুদুর রহমান সুমন শহরের উত্তর কাটিয়া এলাকার আমিনুর রহমানের ছেলে ও যশোরের শার্শা উপজেলা স্বাস্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান।

তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। রবিবার সকালে তার মেডিকেল রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এদিকে, তার করোনা ভাইরাস আক্রান্তের খবরে জেলা জুড়ে সাধরন মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *