শস্যের উপর নিষেধাজ্ঞা ইইউ তুলে নেবে আশা কিয়েভের

ইউক্রেন, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪): ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তারা আশা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের খাদ্য শস্য এবং অন্যান্য কৃষি পণ্য রপ্তানির উপর আরোপ করা সকল বিধিনিষেধ শুক্রবারের পর তুলে নেবে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের পদক্ষেপ ইইউ-ইউক্রেন অ্যাসোসিয়েশন চুক্তির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন বাজারের নীতি ও নিয়মাবলীর লঙ্ঘন রোধ করবে।’ মন্ত্রণালয় ইউক্রেনের শস্য আমদানি ফের শুরু করার বুলগেরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত অন্যান্য দেশকে এমন উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

গত মে মাসে ইউরোপীয় কমিশন ইউক্রেন থেকে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এবং হাঙ্গেরি শস্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুক্রবার এ নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা রয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে পোল্যান্ড এবং হাঙ্গেরির কর্মকর্তারা বলেছিলেন যে দেশগুলো ইউক্রেনের শস্য আমদানির উপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *