ফরিদগঞ্জ থানায় নারী-শিশু প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান উদ্ধোধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ১০ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের প্রতিটি থানায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করেন। সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ থানাও ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ ও উপভোগ করেন ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশ পরির্দশক তদন্ত প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ সাংবাদিক ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ থানা পুলিশ কতৃক পৌরসভা ভাটিরগাঁও এলাকায় স্থাপিত উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের নদোনা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে হতদরিদ্র ছফিউল্যাহর পরিবারকে দেয়া গ্রহটি পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *