নোয়াখালী-৪ আসনে ইসলামী সংগীত গান গেয়ে নৌকার ভোট চাইলেন ঈমামরা

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০১ জানুয়ারী, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী-৪ আসনে ইসলামী সংগীত গান গেয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ইসলামীক ওলামায়ে কেরাম ও মসজিদ এর ঈমাম ও মোয়াজ্জেমরা। সোমবার দুপুরে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ জেলা শাখার উদ্যেগে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকার মনোনীত নোয়াখালীর -৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওলামালীগ নোয়াখালী জেলা শাখার আহব্বায়ক হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক হাবিবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের নৌকার মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী। এসময় আরো উপস্থিত জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, ওলামালীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত, যুগ্ম আহব্বায়ক মাওলানা হাজী নুরুল আমিন সহ নেতাকর্মীরা।

এসময় সদর -সুবর্ণচর আসনের প্রায় ৪ শতাধিক বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত মধ্য দিয়ে গান গেয়ে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তারা। আগামী ৭ তারিখে তারা নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষনা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *