নোয়াখালী স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ৪র্থ শিল্প বিল্পবের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি,  বিধান ভৌমিক, ২৬ জুন, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ২৬ জুন সোমবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিস নোয়াখালীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দেবব্রত দাশ। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *