নোয়াখালীতে ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা ভোগীদের প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০৬ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কবিরহাটে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় ভাতা ভোগীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা দুপুর বারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাতা ভোগী মহিলাদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার সার্বিক সহযোগতায় ও নোয়াখালী মহিলা সমাজ উন্নয়ন সংস্থার (নেল্সডো) আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

নোয়াখালী মহিলা সমাজ উন্নয়ন সংস্থার (নেল্সডো) সিইও সাংবাদিক এসএম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, কবিরহাট পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন চৌধুরী মোহন, সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, মো: সেলিম, অর্জুন ভৌমিক প্রমূখ।

কবিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব এমাম হোসেন আজিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহিলা সমাজ উন্নয়ন সংস্থার (নেল্সডো) সিইও সাংবাদিক এসএম ফারুক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের দেশের মায়েদের স্বাস্থ্য ও নবাগত শিশুদের স্বাস্থ্য, পুষ্টি জাতীয় খাদ্য ও চিকিৎসা খরচের কথা চিন্তা করে তিনি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতি মায়েদেরকে ভাতা প্রদান করেছে। তার এমন উদ্যোগ বাংলাদেশে আর কোন সরকার নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *