নোয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১২ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লা ফারুকের নের্তৃত্বে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সামনে থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি হাসপাতাল সড়ক ও মাইজদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুছ ছালাম, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ হাসিনা জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক আবু নাছের, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এম ও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সাধারন সম্পাদক নার্গিস আক্তার সহ ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন জানান, বর্তমানে হাসপাতালে সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আরও অতিরিক্ত ৫০ জন নার্স নিয়োগ দিলে সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *