নীলফামারী পুলিশের আয়োজনে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ২৪ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (২৪ জানুয়ারি) বিকালে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজ মাঠে জেলা পুলিশের কল্যান তহবিল থেকে ৩০০ শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, লক্ষীচাপ ইউনিয়নের ১৮নং বিট অফিসার সাব-ইন্সপেক্টর শাহারুল ইসলাম, লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যাম বাবু চরণ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, অসহায়, দরিদ্র মানুষের দোড়াগোড়ায় আইনি সেবা পৌছে দিতে মুজিববর্ষ উপলক্ষে আমাদের আইজিপি স্যারের নির্দেশে বিট পুলিশ চালু করা হয়েছে। আপনাদের যেকোনো সমস্যায় আপনারা আপনাদের বিট অফিসারকে জানাবেন সে আপনাকে আইনি সহায়তা প্রদান করবেন। আপনার কেউ ভয় পাবেন না পুলিশ সব সময় আপনাদের সেবায় নিয়োজিত ছিল আছে এবং  থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *