নীলফামারীতে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার শেষ দিন আজ

নীলফামারী প্রতিনিধি, মোঃ শাইখুল ইসলাম সাগর, ২৮ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৪১ স্টল বিশিষ্ট দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার শেষ দিন আজ। রবিরার (২৮ মার্চ) মেলার সমাপ্তি দিনে জেলা সমাজ সেবা অধিদপ্তর ১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করে।

মেলার শেষ দিনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান ভুঁইয়া, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সহ আরো অনেকে।

মেলায় নীলফামারী জেলা পুলিশ, উত্তরা ইপিজেড, এলজিইডি বিভাগ ,সড়ক ও জনপথ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সরকারী কলেজ, যুব উন্নয়ন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সমাজ সেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ,সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জনসাধারণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *