দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ২০ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দক্ষিণ আফিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে নোয়াখালীর এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত আবদুল হক (৩০) জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়ীর রফিক উল্যার ছেলে। সে এক সন্তানের জনক।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, নিহত আবদুল হক ৮ বছর যাবৎ জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছে। ৪ মাস আগে বাড়ীতে এসে আবার পাড়ি জমান আফ্রিকায়। মঙ্গলবার সকালে একদল দুবৃর্ত্ত তাকে ডেকে নিয়ে যায় পাশ্ববর্তী স্কুলের বাউন্ডারীর ভেতর নির্জন স্থানে। সেখানে তাকে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করে পেলে যায়। খবর পেয়ে নিহতের লাশ ব্রিক্সটন পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার সাথে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে।

অপর দিকে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সে মঙ্গলবার তার স্ত্রীকে তালাক দেয়ার কথা ছিলো। এ জন্য বাড়ীতে টাকাও পাঠিয়েছিল। তার স্ত্রীর অনেক স্বজন সাউথ আফ্রিকাতে অবস্থান করছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে কিংবা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। এদিকে নিহতের মৃত্যুর খবর বাড়ী এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম।

আরও খবরঃ-

বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রতিবাদ  জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা লীগ

নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ২০ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত ১৯ জানুয়ারি একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ।

বুধবার সকাল ১১টায় উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদ লিপিতে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে নজির সৃষ্টি করে। যা ইতি মধ্যে একাধিকবার বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও গঠতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোশারেফ হোসেন অকপটে স্বীকার করে এবং আওয়ামীলীগের বিজয়ী প্রার্থী আবদুল কাদের মির্জাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কিন্তু বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী নির্বাচনের তিন দিন পর শুধু মাত্র দলীয় স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচনকে আওয়ামী ভন্ডামির নতুন মডেল হিসেবে মন্তব্য করেন যা তাদের পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। প্রকৃত পক্ষে তাহার এ মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত মিথ্যাচার হিসেবে ঘৃণাভরে প্রত্যাখান করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *