জেরুজালেম ইস্যুতে ১২৮/৯ ভোটের ব্যাবধানে হেরে বিব্রত ট্রাম্পের যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ওই স্বীকৃতি অকার্যকর হয়ে যায় জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে।  প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৮টি দেশের প্রতিনিধিরা, ভোটদানে বিরত থেকেছে ৩৫টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি। বিপক্ষে ভোট দেয়া দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ইসরাইল, গুয়াতেমালা, হন্ডুরাস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ ও টোগো। অনুপস্থিত থাকা দেশগুলোর মধ্যে কানাডা ও মেক্সিকো। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘের ভোটে হেরে যেয়ে বিব্রতবোধ করলেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আশাবাদি। জাতিসংঘের বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্র গতকাল ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদানকারীরদের মধ্যে ইউএসের বন্ধু রাষ্ট্র, তাদের অর্থ গ্রহনকারী দেশ রয়েছে। খবর এএফপি’র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হালি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তের বিরোধীতাকারী দেশের নাম সংগ্রহ করছেন। ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ইতিমধ্যে চলতি সপ্তাহের মধ্যপ্রাচ্য সফর বাতিল করেছেন। সফরকালে ফিলিস্তিন ও আরব খ্রীষ্টান নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে আগ্রহ ছিলো না। এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই যুক্তরাষ্ট্রের। তবে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ল, এতে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *