জনমনের কন্ঠস্বরই গণমাধ্যম, হলুদ সাংবাদিকতা রুখতে হবে-এমপি তানসেন

বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ০৩ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আমরা স্বাধীনতা চাই, সত্যের পক্ষে কলম চলবে, সাংবাদিক নির্যাতন বন্ধ কর’ করতে হবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে গণমাধ্যম দিবসের একটি র‌্যালী বের করে। নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাব, রুর‌্যাল জার্ণালিস্ট ফাউন্ডেশন ও মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হলুদ সাংবাদিকতা গণমাধ্যমের দুর্বলতা। গণমাধ্যম যে ভূমিকা রাখছে, তা প্রশংসাযোগ্য। আমরা চাই সেরা সংবাদ, হলুদ সাংবাদিকতা রুখতে হবে। মনে রাখতে হবে, সমাজে সাংবাদিকদের দায়িত্ব অনেক। জনগণ ও জনমনের কন্ঠস্বর হলো গণমাধ্যম।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজ রহমান, সাংবাদিক আকতার হোসেন, আব্দুল হাকিম, ডা. রাসেল মাহমুদ, রুর‌্যাল জার্ণালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন কুমার নিতাই, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন হানিফ সহ অর্ধশত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *