চৌদ্দগ্রাম স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ মার্চ ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূইয়া হাসান। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক, বীরমুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা আবদুল বারি, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক এম এস সি, বীরমুক্তিযোদ্ধা ইসহাক পাটোয়ারী প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস প্রদান করেন। এ ছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। প্রত্যুষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধবনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা। ভোর ৬টা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুড়ালে পুস্পস্তবক অর্পন। সকাল আটটায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের কুচকাআওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *