চৌদ্দগ্রামে এলজিএসপি-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার উদ্যোগে বিশ্বব্যাংকের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে এলজিএসপি-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৬৭৪ কোটি টাকা বরাদ্ধ চেয়ে প্রস্তাবনা পেশ করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও পৌর সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের টিম সুপারভাইজার প্রকৌশলী সুধীর কুমার শর্মা (ড্রেন বিশেষজ্ঞ), প্রকৌশলী আওলাদ হোসেন (শহর পরিকল্পনাবিদ), মাহবুবুর রহমান (পরিবেশবিদ) সহ বিশ্বব্যাংকের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান, কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহিন, কাজী বাবুল, কামাল উদ্দীন, মোশাররফ হোসেন, হাসান শরীফ মামুন, মহিলা কাউন্সিলর আমেনা বেগম, ফিরোজা বেগম, জুলেখা বেগম, পৌর ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টিএলসিসি ও ডব্লিউএলসিসি এর সকল সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কর্মশালায় পৌর এলাকায় বহুতল সুপার মার্কেট, কিচেন মার্কেট, ড্রাম্পিং ষ্টেশন, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ, আধুনিক পশু জবাইখানা, লাইটিং, রাস্তা-ড্রেন, ব্রিজ-কালভার্ট, ফুটপাথসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ৬৭৪ কোটি টাকা বরাদ্ধ চেয়ে প্রস্তাবনা পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *