চৌদ্দগ্রমামে নব্য বেঈমান বিশ্বাস ঘাতকের সৃষ্টি হয়েছে-মুজিবুল হক এমপি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ মে ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, সিরাজউদৌল্লার সাথে মীর জাফর, বঙ্গবন্ধুর সঙ্গে মোস্তাক যেমনি বেঈমানী করেছে তেমনি এ চৌদ্দগ্রামের নব্য বেঈমানের সৃষ্টি হয়েছে। আমি তাদের নাম মুখে আনতে চাইনা। তাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় আমার অবদান আছে। আমি তাদের প্রতিষ্ঠিত করেছি, মেয়র, চেয়ারম্যান বানিয়েছি। এখন আমার সাথে বেঈমানী বিশ্বাস ঘাতকতা করছে। মীর জাফর মোস্তাককে যেমন মানুষ ঘৃণা করে। চৌদ্দগ্রামের মানুষ সারাজীবন তাদের ঘৃণা করবে। বুধবার কুমিলার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাণীর বাজার স্কুল মাঠ আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, সোহাগ মিয়া, একে খোকন, যুবলীগ নেতা নজির আহমেদ মজুমদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। এর আগে ০১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *