কুমিল্লার ৭ আসনে নৌকা এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ জানুয়ারী, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৭টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য জানান, কুমিল্লার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফলাফল ঘোষণা করেন তিনি।

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর জয়ী হয়েছেন। কুমিল্লা-(হোমনা-মেঘনা) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রার্থী অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ আসনে জয়ী হয়ে়ছেন স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের, কুমিল্লা-৬ (সদর) আসনে বিজয়ী হয়ে়ছেন আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-(চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ আসনে বিজয়ী হয়ে়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *