চৌদ্দগ্রামে মাটিবাহী ট্রাক্টর চাপায় পথচারীর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম মাটি পরিবহনের কাজে ব্যবহৃত বেপারোয়া ট্রাক্টরের চাঁপায় ওমর আলী নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের ইউসুফ ব্যাপারীর পিতা। শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম লাকসাম সড়কের দেড়কোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাতেই নামাজে জানাযা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজ মজুমদার জানান, মাটির ট্রাক্টরের চাঁপায় গুরুতর আহত অবস্থায় ওমর আলীকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবারের সাথে স্বাক্ষাত করেছি। এ ঘটনায় নিহতের পরিবার আইনি কোন সহযোগীতা চাইলে করা হবে। এ দিকে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের মুন্সিরহাট অংশে আশংকাজনক হারে বেড়েছে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের দৌরাত্ব্য।

ইউনিয়নের গুরুত্বপূর্ণ লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক, শাহ ফখরুদ্দিন সড়কে চলাচলই যেন দায় হয়ে পড়েছে। বিশেষ করে শাহ ফখরুদ্দিন সড়কে মাটির ট্রাক্টরে সৃষ্ট ধুলায় মানুষের স্বাভাবিক চলাচলও প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়াও কৃষি জমিনের টপ সয়েল কেটে নেয়ায় কৃষি জমির সংখ্যাও আশংকা জনকহারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে ভবিষ্যতে অত্র এলাকায় খাদ্য সংকটেরও সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে শনিবার দুপুরে মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমের ব্যবহৃত মুঠো ফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *