বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ চেয়ারম্যান এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) :ভাষার মাসে ২১ ফেব্রুয়ারী (বুধবার) রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চির নিদ্রায় শায়িত হলেন, চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বারবার নির্বাচিত সাবেক চৌদ্দগ্রাম সদর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান, বার্ধক্যের শেষ প্রান্তে এসে চিরন্তন সত্য মৃত্যুকে আলিঙ্গন করে চলে যান চির বিদায়ের পথে। ২১ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি পাইলট হাই স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায় অংশ গ্রহণ করেন, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম বাহার, উপজেলা আ’লীগ এর সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.বি.এম.এ বাহার, ইউপি চেয়ারম্যান ভি.পি মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন, নাইমুর রহমান মাছুম, শাহাজালাল মজুমদার, চিওড়া আজগড়িয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আনোয়ার উল্লাহ, সদর আসনের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মরহুম এর ছেলে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানসহ উপজেলার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত এর উল্লেখ যোগ্য নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক মুসল্লী।

যানাজার নামাজে ইমামতি করেন মৌকরা দরবার শরীফ এর পীর জাদা নেছার উদ্দীন। জানাযার শেষে মরহুম আবদুর রশিদ চেয়ারম্যান এর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য সোমবার রাত ১০ টায় কুমিল্লার একটি হাসপাতালে তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *