বিএনপি’র রোডমার্চে চৌদ্দগ্রাম নেতাকর্মীদের ঢল

কুমিল্লা (চৌদ্দগ্রাম) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৫ অক্টোবর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের একদফা দাবীতে কুমিল্লা-চট্রগ্রাম রোডমার্চে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি’র নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (৫ই অক্টোবর) বৃহষ্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের ৪৫ কিলোমিটার সড়কের অন্তত ২৫ কিলোমিটার অংশে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। মহাসড়কের পাশে দাড়িয়ে স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান তারা।

উপজেলার মিয়াবাজার তাজমহলের সামনে অবস্থান নেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের অনুসারী হাজারো নেতাকর্মী। এদিন মহাসড়কের হাড়িসর্দার অংশে অবস্থান নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ এর অনুসারী বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি’র ব্যানারে চৌদ্দগ্রাম বাজার অংশে অবস্থান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান মোল্লা হিরণ ও সাবেক সভাপতি জিএম তাহের পলাশীর অনুসারী নেতাকর্মীরা। মহাসড়কের চিওড়ায় সাবেক জেলা বিএনপি নেতা হুমায়ুন কবির পাটোয়ারী ও জেলা যুবদল নেতা রাসেল আহমেদ মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করেন।

মিয়াবাজারের তাজমহলের সামনে সংক্ষিপ্ত পথসভায় অস্থায়ী বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ঢাবি ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা গাজী কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, সাবেক জেলা যুবদল নেতা মির্জা হিরণ, পৌর যুবদলের আহব্বায়ক মো: হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান, সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লাহ সবুজ, বিএনপি নেতা ইমাম উদ্দিন মজুমদার রুবেল, মিজানুর রহমান, আকবর হোসেন বাহার, যুবনেতা বিল্লাল হোসেন, আবদুল কাদের, জাহাঙ্গীর আনোয়ার তুহিন, স্বেচ্ছাসেবক দল আক্তার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মীর শাহাদাত রিয়াদ, ইমরান হোসেন, এমএইচ অনি, মোঃ হিমেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *