নোয়াখালী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৪ জুলাই, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মৎস্য সম্পদের সুরক্ষা ও নিরাপদ মাছ নিশ্চিতের লক্ষে নোয়াখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে মৎস্য ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা মৎস্য ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিসারিজ এন্ড মেরিন সাইন্স এর অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাছান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মানোষ মন্ডল, ইওন একুয়াকালচার লিমিটেডের রিজিওনাল সেলস্ ম্যাজেনার মোহাম্মদ আলী, পৌর বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন লিটন সহ বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ অভিযোগ করে বলেন, নিরাপদ মাছ নিশ্চিত করার জন্য মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিগত ১ বছরে তেমন কোন অভিযান চোখে পড়েনি। পৌর বাজার, মাইজদী বাজার ও সোনাপুর বাজারে অসাধু মৎস্য ব্যবসায়ীরা বাজারে চিৎড়ি মাছে জেলি ব্যবহার ও রুই, কাতল সহ বিভিন্ন মাছে ফরমালিনযুক্ত করে অবাধে বিক্রি করলেও মৎস্য অফিসের তেমন নজর নেই। এছাড়া অস্বাস্থ্যকর  পরিবেশে চলছে বাজারে মৎস্য ব্যবসা। এ অসাধু ব্যবসায়ী ও খামারী বিরুদ্ধে অভিযান সহ ব্যবস্থা নেওয়ার দ্রুত দাবি জানান। নচেৎ মানুষ দিনদিন ক্যান্সার সহ মানব দেহের নানান রোগে আক্রান্ত হবে বলে জানিয়েছেন মৎস্য বিশ্লেষকরা। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ বিষয়ে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও দ্রুত অভিযান পরিচালনা করা হবে। ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *