নোয়াখালীর হাতিয়ায় ২ডাকাত সহ গ্রেফতার-৪

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৩ জুন, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ও ২ মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে  পুলিশ দেশীয় তৈরী ৩টি দা,১টি স্টীলের পাইপ, ৪টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ  করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০), একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো,জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোররা হলেন, হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) ও চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।

২৪ জুন শনিবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১০জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *