নোয়াখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৬ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে নোয়াখালীতে বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমঙ্গলবার সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাচিপ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

বক্তারা বলেন, সবার আগে নিজের শারীরিক পুষ্টি নিশ্চিত নিজেকে করতে হবে। চিনি এক প্রকার শর্করা, যা আমাদের দেহে শক্তি যোগায়। কিন্তু অতিরিক্ত চিনি খেলে স্বাস্থ্যে নানা সমস্যা দেখা দেয়। এছাড়া অতিরিক্ত লবণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতে সবাইকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *