ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরাগাছ, দুর্ঘটনার আশঙ্কা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ ফেব্রুয়ারি, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়কের দুই পাশে কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির কিছু কিছু মরাগাছ। যে কোনো মুহুর্তে এ মরাগাছ গুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের উপর। এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটাসহ যান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্বিকার রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা অংশে বিশাল আকৃতির কয়েকটি মরাগাছ কোনো রকম ঠাঁয় দাঁড়িয়ে আছে। একটু ঝড়ো বাতাসেই যে কোনো মুহুর্তে এ মরাগাছগুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলাচলকারী যানবাহনের উপর। এতে বড় ধরণের দুর্ঘটনায় প্রাণনাশের আশঙ্কাসহ দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে মহাসড়কের একই স্থানে মরাগাছের ঢাল ভেঙ্গে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যাতে কয়েকজন পরিবহন শ্রমিকসহ সাধারণ পথচারী গুরুতর আহত হয়। এ বিষয়ে দ্রুত কার্যকরী প্রদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারাসহ সচেতন মহল।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সরেজমিন পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *