নীলফামারীতে ভোক্তা অধিকার সেমিনার অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি, শাইখুল ইসলাম সাগর, ১৫ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, জেলা ইটভাটা মালিক সমিতি সভাপতি ও তাঁতীলীগের সাভপতি দেওয়ান সেলিম আহমেদ, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পরিচালক হাকিম মো. মোস্তাফিজুর রহমান সবুজ, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আল-আমিন প্রমূখ।

বানিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা বলেন, আমরা অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নানা জিনিস ক্রয় করি। কিন্তু অনলাইনে ক্রয়ের আগে আমরা উক্ত প্রতিষ্ঠানের টার্মস কন্ডিশনগুলো দেখি না। যার দরুন অনলাইনে জিনিসপত্র ক্রয়ে আমরা প্রতারিত হচ্ছি।

তিনি আরো বলেন, নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তরের কোনো অফিস না থাকায় ভোক্তাদের অধিকারের আদায়ে বিভিন্ন মনিটরিংয়ে জটিলতা সৃষ্টি হয়। সেই জটিলতা নিরসনে আগামী দুই মাসের মধ্যে নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস স্থাপন করা হবে। এছাড়া সেমিনারে অংশ নেওয়া সকলের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *