ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই-এনডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)’র যৌথ নির্বাচনী মূল্যায়ন দল আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সাথে তার কার্যালয়ে বৈঠক করেছে। প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে বিশেষ করে জাতীয় নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে জানতে চায়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাজধানীতে জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, প্রতিনিধি দল ভোটের নিরাপত্তা পরিকল্পনাসহ ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দলটির প্রতিনিধিত্ব করেন- মিশন সমন্বয়কারী নাতাশা রথচাইল্ড, তথ্য পরিবেশ বিশ্লেষক আইভেলো পেনচেভ, জেন্ডার ও অন্তর্ভুক্তি বিশ্লেষক মারিয়াম তাবাতাদজে, নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়া বিশ্লেষক ক্রিস্পিন কাহেরু, নিরাপত্তা ও শারীরিক সহিংসতা বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ, বাংলাদেশ প্রতিনিধি কাজী শহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নুরানী রূপমা। মার্কিন দলটি নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *