চৌদ্দগ্রাম রোগাক্রান্তদের চিকিৎসার্থে ২৩ লক্ষ টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে সহযোগিতা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আর্থিক সহায়তার আওতায় জটিল রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪৬ জনকে ২৩ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *