চৌদ্দগ্রাম পৃথক অভিযানে ব্যাপক মাদক উদ্ধার, সাজার আসামী গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানা ভূক্ত মূলে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫০০০০০/= লাখ টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার। এচাড়া ও গত তিন দিনে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ব্যাপক পরিমান মাদক উদ্ধার। রিপোর্ট জসিম চৌধুরী নিলয় কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সহযোগিতা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬/৮/২৩ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় এসআই (নি:) মোঃ জাহাঙ্গীর আলম খান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাজা পরোয়ানাভূক্ত মূলে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,৫০,০০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ রুহুল আমিন (৪৫), পিতা: মোঃ আলী আকবর, সাং- তারা পুস্করনী, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে গত তিন দিনে চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সর্বমোট ৩৬ কেজি গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাপ, ৪০ বোতল বিদেশি মদ ও একটি সিএনজি সহ উদ্ধার এবং ০৬ জন আসামী গ্রেফতার এবং এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, এই অভিযান অব্যাহত থাকবে, তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করুন আপনাদের নাম গোপন থাকবে চৌদ্দগ্রাম থানা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *