কুড়িগ্রামের উলিপুরে নৌকাডুবি ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৮ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের কাশেমবাজার এলাকায় গতকাল বুধবার (২৭ মে) সন্ধায় নৌকা ডুবির ঘটনায় এক মহিলাসহ ৪ জন নিখোঁজ হন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মোঃ আবু তালেব সরকার জানান, ইউ‌নিয়‌নের কলাকাটারচর নামক স্থা‌নে এক‌টি বি‌য়ের বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন  যাত্রী বকসীগঞ্জ ঘা‌টে ফির‌ছি‌লেন। ফেরার পথে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়। এ সময় অ‌নে‌কে সাঁতার কেটে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও এক নারীসহ চারজন নি‌খোঁজ হন।
কনের বাবা নুর ইসলাম (৫০) সহ নিখোঁজ অন্যরা হলেন, যমুনা রায় পাড়া গ্রামের মৃত কেরামত উল্ল্যার পুত্র নুর ইসলাম (৫২), একই এলাকার মৃত সোনা উল্লাহর পুত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম (৫০)।
নৌকা থেকে সাতরিয়ে উঠা যাত্রী‌দের মধ্যে কয়েকজন জানান, বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা এক‌টি প‌লি‌থি‌নের নিচে একস‌ঙ্গে অ‌নে‌কে আশ্রয় নি‌তে চাই‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নৌকা‌টি ডু‌বে যায়।
এ সময় নদী‌তে বাতা‌সের বেগ থাকায় মা‌ঝি নৌকা নিয়ন্ত্রণ কর‌তে পা‌রেন‌নি। নৌকা ডুবির বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অ‌ভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ ছিলেন। আজ সকালে রংপুর থেকে ডুবু‌রি দল‌ এসে ‌উদ্ধার কাজ শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই ৪ জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৫ ঘন্টার অভিযান শেষে কনের বাবা নুর ইসলাম (৬০), যমুনা রায় পাড়া গ্রামের মৃত কেরামত উল্ল্যার পুত্র নুরুমিয়া (৬২), একই এলাকার মৃত সোনাউল্লাহর পুত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগমের (৫০) লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *