৫ম বারের মতো এমপি হলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ জানুয়ারী, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬৭৮ ভোট পেয়ে সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ফুলকপি প্রতীকে ২২ হাজার ৭০০ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ১ লাখ ৫৮ হাজার ৯৭৮টি।

এছাড়াও গনফোরামের প্রার্থী আবদুর রহমান(উদীয়মান সূর্য) প্রতীক পেয়েছে ২৯২ ভোট, বিএনএফ প্রার্থী জসিম উদ্দিন (টেলিভিশন) প্রতীক পেয়েছে ১৫২ ভোট, তূণমুল বিএনপির প্রার্থী মো: ইলিয়াস মজুমদার (সোনালী আঁশ) প্রতীক পেয়েছে ৩৮৮ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মো: খোরশেদ আলম (মিনার) প্রতীক ৯৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: নিজাম উদ্দিন (ঈগল) প্রতীক পেয়েছে ১ হাজার ৪১২ ভোট ও জাতীয় পার্টি প্রার্থী মো:মোস্তফা কামাল (লাঙ্গল) প্রতীক পেয়েছে ২ হাজার ২৯৮ ভোট।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (৭জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহন করা হয়। ১২৫ কেন্দ্রের মধ্যে ১১৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। যার মধ্যে ৬টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮০৫ জন। ভোট পড়েছে ২ লাখ ০৯ হাজার ৯০৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *