সমগ্র চৌদ্দগ্রাম এখন নৌকার জোয়ার বইছে- মুজিবুল হক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা এবারও আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাই আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মরহুম জননেতা কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়ার পরে আমি টানা আটবার নৌকার মনোনয়ন নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এর মাঝখানে আর কেউ নৌকার টিকেট পায়নি। আটবার মনোনয়ন পেয়ে আমি চারবার এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পর্যায়ক্রমে চৌদ্দগ্রামের প্রায় প্রতিটি গ্রামে মসজিদ-মক্তব, মন্দির, রাস্তাঘাট, ব্রীজ, পুল-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসার নতুন ভবন নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করে উন্নয়ন-অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করেছি।

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামে কোনো কারণে সুবিধা বি ত হয়ে দলের বিরুদ্ধে কতিপয় লোক ষড়যন্ত্র করছে। মূলত তারা দলীয় আদর্শ লালন করেনা। এ ষড়যন্ত্রের মাধ্যমে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে অসম্মান করেছে। তারা বেঈমান-মুনাফিক। চৌদ্দগ্রামে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে মূল দলের কেউ নেই। ইতিমধ্যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। সমগ্র চৌদ্দগ্রামে এখন নৌকার জোয়ার বইছে। সুতরাং যেনতেন প্রার্থীকে ভোট দিয়ে আপনারা ভোটের মত পবিত্র আমানত নষ্ট করবেন না। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে চৌদ্দগ্রামের ভোটার সহ সাধারণ মানুষ ষড়যন্ত্রকারীদেরকে ঘৃণার সাথে বর্জন করে ব্যালটের মাধ্যমে দাঁতভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।’ এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে আরো সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের বিশেষভাবে আহবান জানান।

কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের। কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহআলম পাটোয়ারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্ এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা রেজাউল হক মিন্টু এর যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, সাবেক ছাত্রনেতা টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফা টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামশেদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ কাউসার হানিফ শুভ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *