রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী ৩ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা রোহিঙ্গা ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তা করার কারণে ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী পুলিশ। এ সময় তাদের কাছ ১৪ টি পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করেছি। (১৭ ফেব্রুয়ারি) শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া। গ্রেপ্তারকৃতরা হলো- পাসপোর্ট অফিসের দালাল ফয়সাল মিয়া (২৬), মোশারফ (৩৫) ও শরীফ (২৫)।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় রুজুকৃত রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট তৈরির মামলা সংক্রান্ত গ্রেপ্তারকৃত আসামি রোহিঙ্গা নাগরিক মো. ইয়াছির (১৯) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে সে তাকে সহায়তাকারী ব্যক্তিদের নাম প্রকাশ করে জবানবন্দি প্রদান করে। উক্ত জবানবন্দির সূত্র ধরে কুমিল্লা ডিবি ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ফয়সাল মিয়া (২৬) কে সহ অত্র মামলায় সন্দিগ্ধ মোশারফ (৩৫) ও শরীফ (২৫) কে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল মিয়া (২৬) কে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সন্দিগ্ধ মোশারফ (৩৫) কে কুমিল্লা কোতয়ালী থানাধীন নোয়াপাড়া এলাকা হতে গ্রেপ্তার কালে তার প্রতিষ্ঠান আল-মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে ৬ টি ভুয়া পাসপোর্ট ও পাসপোর্ট জমার স্লিপ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় পাসপোর্ট আইনে আলাদা একটি মামলা রুজু করা হয়।

ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী অপর আসামি কম্পিউটার অপারেটর শরীফ (২৫) কে মুরাদনগর কোম্পানীগঞ্জ এলাকায় নকিব ট্রাভেলস হতে গ্রেপ্তার কালে তার প্রতিষ্ঠান হতে ০৮ টি ভুয়া পাসপোর্ট ও কিছু পাসপোর্ট জমার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক নাসির উল্যাহ (২৮) কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মুরাদনগর থানায় পাসপোর্ট আইনে অপর একটি মামলা রুজু দায়ের করা হয়েছে। ডিবি ওসি আরও বলেন, পাসপোর্ট অফিসের দালালসহ এসব অপরাধে জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *